![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F7d8f8a60-326d-43f8-8933-12a6c9c708a1%252FDead_Body_2.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পঞ্চগড়ে সিলিন্ডার বিস্ফোরণে পা হারানো বেলুন বিক্রেতা মারা গেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বেলুন বিক্রেতা ইউনুস আলী (৩৮) মারা গেছেন। আহত অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইউনুস আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকায় শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন। এ ঘটনায় আহত অপর তিন বেলুন বিক্রেতাসহ চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।