![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F023719d6-f73a-4c93-8a1a-48ee5b3434ab%252Frail.jpg%3Frect%3D0%252C46%252C650%252C341%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ, ভাড়া পাচ্ছে না কর্তৃপক্ষ
নীলফামারী রেলস্টেশন থেকে স্থানীয় যাত্রীদের টিকিট দেওয়া বন্ধ আছে প্রায় এক মাসের বেশি সময় ধরে। এরপরও বাধ্য হয়ে স্থানীয় যাত্রীদের বিনা টিকিটে রেলে ভ্রমণ করতে হচ্ছে। ট্রেনে ওঠার পর তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না টাকা গ্রহণের রসিদ। যাত্রীদের অভিযোগ, রেলের কিছু কর্মকর্তা ওই টাকা নিজেরা আত্মসাৎ করছেন। এ জন্য রসিদ দেওয়া হয় না।
গত শুক্রবার দুপুরে নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি পর্যন্ত আন্তনগর তিতুমীর ট্রেনে ভ্রমণ করে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে শতাধিক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়, যাঁদের গন্তব্য চিলাহাটি। কাউন্টার থেকে টিকিট না পেয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠার অপেক্ষায় ছিলেন তাঁরা।