সেনা অভ্যুত্থানবিরোধী বক্তব্যের পর মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত

এনটিভি মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৫

মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা সামরিক জান্তাকে উৎখাতে সাহায্য প্রার্থনা করার একদিনের মাথায় জাতিসংঘে নিজেদের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীনরা। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে গত শুক্রবার কিয়াও মো তুন সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া ভোটে নির্বাচিত অং সান সু চি সরকারের প্রতিনিধিত্ব করার ঘোষণা দেন। লিখিত বিবৃতি পাঠকালে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সাধারণ পরিষদকে তিনি মিয়ানমারের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় যেকোনো কিছু করার কথা বলেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা পুনঃহস্তান্তরের আগ পর্যন্ত কারোই সামরিক জান্তাকে সহযোগিতা করা উচিত হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও