কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোদী সরকার দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য ধ্বংস করে দিয়েছে : রাহুল গান্ধী

ইনকিলাব তামিল নাড়ু প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৮

ভারতে মোদী সরকারের তীব্র সমালোচনা করে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, গত ছয় বছরে নির্বাচিত প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের ওপর পদ্ধতিগতভাবে আক্রমণ করার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) তামিলনাড়ুর থুথুকডির ভিওসি কলেজে এক কর্মসূচিতে রাহুল গান্ধী এই মন্তব্য করেন।

রাহুল বলেন, ‘যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অবনতি হয়, তাহলে রাষ্ট্র অশান্ত হয়। ধর্মনিরপেক্ষতা আমাদের সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি। দেশে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ করা হচ্ছে। আরএসএস এবং বিজেপি এর নেতৃত্ব দিচ্ছে। এটি কেবল সংবিধানের উপর আক্রমণ নয় ইতিহাস ও সংস্কৃতিতেও আক্রমণ। এটি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও