রাজনৈতিক উত্তাপের সঙ্গেই পাল্লা দিচ্ছে বঙ্গের তাপমাত্রা
ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে আবহাওয়াও (Weather Forecast)। ফাল্গুনের মাঝামাঝিও বেলা গড়ালে টের পাওয়া যাচ্ছে ভ্যাপসা গরম। একদিকে উত্তরে বৃষ্টি আর অন্যদিকে দক্ষিণে ক্রমশই বাড়ছে অস্বস্তি। ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশও মেঘলা হওয়ার সম্ভাবনা। তবে জলীয়বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।