ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্র!
বিশ্বের সবচেয়ে বড় অর্থব্যবস্থা হিসেবে গণ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ওই আমেরিকারই ঋণের হিসেব শুনলে চোখ কপালে উঠবে। সব মিলিয়ে দেনার হিসাব ২.৯ লাখ কোটি ডলার। ওই দেশের পার্লামেন্টের এক সদস্য বলেছেন, এই আকাশছোঁয়া ঋণের বিষয়ে নেতৃত্ব স্থানীয়দের সতর্ক করা হয়েছে। নেতার কথায়, সামগ্রিক দেনার যা পরিমাণ তা দেশের মানুষের গড় দেনার চেয়েও অনেক বেশি। সবচেয়ে বেশি ঋণ রয়েছে চীন ও জাপানের কাছে যারা কেউই প্রকৃতপক্ষে আমেরিকার বন্ধু দেশ নয়, বলছেন কংগ্রেসম্যান অ্যালেক্স মুনি।