আল জাজিরা 'সূত্র' সামি খানের সাথে সরকারের ইতিহাস
হাঙ্গেরি প্রবাসী ব্যবসায়ী সামি খান সম্প্রতি বাংলাদেশে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা, বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাইদের নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে, তার মূল সূত্র ছিলেন সামি খান। প্রতিবেদনের জবাবে আন্ত:বাহিনী জনসংযোগ দফতর বা আইএসপিআর মি. খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপস্থান করেছে। এই সব অভিযোগ এবং আল জাজিরার প্রতিবেদনে তার ভূমিকা নিয়ে সামি খানের সাথে কথা বলেছেন বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা:
ফেব্রুয়ারি মাসের পহেলা তারিখে আল-জাজিরার প্রতিবেদন প্রচার হবার এক দিন পরেই এক বিবৃতিতে আন্ত:বাহিনী জনসংযোগ দফতর বা আইএসপিআর সামি খানকে ''মাদকাসক্তির অপরাধে বাংলাদেশ মিলিটারি এ্যাকাডেমি হতে বহিষ্কৃত একজন ক্যাডেট'' বলে আখ্যায়িত করে।
তার দু'সপ্তাহ পরে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে প্রকাশিত আরেকটি বিবৃতিতে আইএসপিআর সামি খানের বিরুদ্ধে তাদের অভিযোগ আরো বিস্তৃত করে বলে, ২০০৬ সালে সকল ক্যান্টনমেন্টে তাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছিল।