টিকা নেওয়ার আগে টিকা-গ্রহীতার কী প্রস্তুতি প্রয়োজন
সারা দেশে টিকা নেওয়ার জন্য টিকাদান কেন্দ্রগুলোতে আগ্রহী মানুষের ভিড় ক্রমাগত বাড়ছে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে টিকা নেওয়ার ডাক আসে। টিকার বিরুদ্ধে যারা নানা রকম অপপ্রচার করছিলেন, তারা ব্যর্থ ও হতাশ হয়েছেন। বাংলাদেশের মানুষ আরেকবার প্রমাণ করলেন যে তারা মিথ্যা ও অপপ্রচারকে দূরে ঠেলে সত্যকে সব সময় গ্রহণ করেন।
যত ভিড়ই হোক, সবাইকে টিকা দেওয়ার মতো যথেষ্ট টিকা সরকারের হাতে মজুত আছে। বর্তমানের ৭০ লাখ ডোজ শেষ হওয়ার আগেই মোট ৩ কোটি টিকার বাকি আড়াই কোটি ডোজ এবং তারপর মোট ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা সরকারের হাতে আসবে। এগুলো সবই আসবে প্রয়োজনমাফিক নির্দিষ্ট বিরতিতে। কোনো সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ও নিয়মিতভাবে সব কেন্দ্রে চাহিদার অতিরিক্ত টিকা পাঠানো কম কথা নয়। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এই বিতরণব্যবস্থা ভালোভাবেই সামাল দিয়েছে। আগামী দিনগুলোতেও সরকার তা পারবে বলে প্রতীয়মান হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.