বাংলাদেশে বনের পরিমাণ থাকা উচিত ভূখণ্ডের ২৫ শতাংশ। আছে মাত্র ৫ শতাংশেরও কম ভূমিতে। তেমনি হরিণসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণীও দিন দিন কমছে। অনেক ক্ষেত্রে বন্যপ্রাণীর মতো মূল্যবান সম্পদ নির্বিচারে ও বেপরোয়াভাবে নিঃশেষ করা হচ্ছে। শুধু সুন্দরবন নয়, দেশের যেখানেই বনাঞ্চল ও বন্য প্রাণিসম্পদ রয়েছে, সেখানেই এই অশুভ প্রবণতা ব্যাপক মাত্রায় পরিলক্ষিত হচ্ছে একশ্রেণীর লোভী মানুষের মধ্যে।
এর নমুনাস্বরূপ নয়া দিগন্তে এবার একটি খবর ছাপা হয়েছে যার শিরোনাম ‘সীতাকুণ্ডে বেপরোয়া হরিণ শিকার’। আসলে দু-এক স্থানে নয়, দেশজুড়েই অসৎ ও অপরিণামদর্শী মানুষের এহেন তাণ্ডব চলছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধির পাঠানো সচিত্র প্রতিবেদনে জানা যায়, পেশাদার শিকারিদের অনেকে এখন বিষের সাহায্যে হরিণের অকাল মৃত্যু ঘটাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.