![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/02/27/og/215713_bangladesh_pratidin_Madaripur-Dakati-Pic-bdp.jpg)
শিবচরে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাত আটক
মাদারীপুরের শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতচক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন আরিফ হাওলাদার (২৫), ওয়াসিম সরকার মহসিন (৩৪), মো. শাহিন (২৫), মো. সেলিম বেপারী (৫৫), এমদাদুল বেপারী (৩৭) ও জালাল খাকে (৫২)।