![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fcbd1f637-87bd-4024-b5ef-4314b5583903%252FPANCHAGARH_DH0801_20210227_20210227_170246_JPG.JPG%3Frect%3D0%252C38%252C2048%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার পা বিচ্ছিন্ন, আহত আরও ৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার বেলুন বিক্রেতা ও এক পথচারী কিশোর আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক বেলুন বিক্রেতার ডান পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড–সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার ইউনুস আলী (৩৮), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রহমতপুর এলাকার সাব্বির (২২), নওগাঁ সদর উপজেলার রাব্বি (২৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এলাকার হাফিজুল ইসলাম (২৬) এবং তেঁতুলিয়া উপজেলা সদরের কিশোর মো. ফয়সাল (১৪)। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পাঁচজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।