You have reached your daily news limit

Please log in to continue


হাকালুকিতে পাখিশুমারি, কমার দাবি

এক বছরের ব্যবধানে দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে পাখির সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হাওর ও বিল শুকিয়ে মাছ ধরা, অবাধে পাখি শিকার ও পাখির নিরাপদ বাসস্থান গড়ে না ওঠা। মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলার বিরাট অংশ নিয়ে দেশের বৃহত্তম হাওর হাকালুকি। প্রায় ১৮ হাজার ১১৫ হেক্টর আয়তনের এই হাওরে রয়েছে ২৩৮টি বিল। চলতি বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হাকালুকির ৪৬টি বিলে অনুষ্ঠিত হয় পাখিশুমারি। এই শুমারিতে ৪৬ প্রজাতির ২৪ হাজার ৫৫১টি জলচর পাখির দেখা মিলেছে। বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্য অনুসারে, ২০১৭ সালে হাকালুকি হাওরে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন