কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলা ভাষার সঙ্গে একটি সাক্ষাৎকার

প্রথম আলো শিশির ভট্টাচার্য্য প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০০

‘পুরো একটি মাস বরাদ্দ তোমার জন্যে। ভাষার মাসে “সর্বস্তরে তুমি নেই” বলে কত কান্নাকাটি করি। তোমার কথা ভেবে ২১শে ফেব্রুয়ারি লক্ষ লোক শহীদ মিনারে যায়; লক্ষ গজ কালো কাপড়, গাদা গাদা গাঁদা ফুল, হাজার হাজার ব্যানার-ফেস্টুন...তবু মন ভরে না? বাংলা ভাষা, তোমার সমস্যা কী?’

‘তোমাদিগের স্তুতি আছে, প্রস্তুতি নাই! বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতির শক্তি প্রদর্শনের জন্যে একটি ধর্মনিরপেক্ষ উৎসবের প্রয়োজন ছিল। ভাষা-দিবস সে প্রয়োজন মিটিয়েছে। বাছা! যে দিনটি আন্তর্জাতিক “মাতৃভাষা দিবস” হওয়াতে আহ্লাদে আটখানা হচ্ছ, সে দিনটি মূলত ছিল “রাষ্ট্রভাষা দিবস”, মনে পড়ে?’

“‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা” সংবিধানেই লেখা রয়েছে। ১৯৮৭ সালের বাংলা প্রচলন আইন নামে একটি আইনও রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও