![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F62484595-5e0d-4927-9afe-c72f6ab79b22%252FWhatsApp_Image_2021_02_27_at_5_40_32_PM.jpeg%3Frect%3D0%252C240%252C1156%252C607%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘বাংলাদেশের প্রতীকী লাশ’ নিয়ে রাজধানীতে মিছিল
খাটিয়ায় ‘বাংলাদেশের প্রতীকী লাশ’ নিয়ে রাজধানীতে একটি মিছিল হয়েছে। এর আয়োজকদের দাবি, বর্তমান বাংলাদেশ একটি ‘মৃত রাষ্ট্র’। এই জায়গা থেকে দেশকে ‘উদ্ধার’ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁদের এই মিছিল।
আজ শনিবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘মুশতাকসহ সব গুম-খুন-হত্যার প্রতিবাদে খাটিয়া মিছিল’ শীর্ষক এই কর্মসূচি শুরু হয়৷ ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে এই কর্মসূচিতে মৌলিক বাংলা নামের একটি সংগঠনের নেতা-কর্মীসহ লেখালেখির সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি অংশ নেন।