শিক্ষার্থী অপহরণে নাইজেরিয়ার এক রাজ্যের সব আবাসিক স্কুল বন্ধ
নাইজেরিয়া সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারার সব আবাসিক স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। বন্দুকধারীরা সেখানকার একটি স্কুলের ৩১৭ ছাত্রীকে অপহরণের প্রেক্ষাপটে এই নির্দেশ দেওয়া হয়। এদিকে গত সপ্তাহে নাইজার রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে অপহরণের শিকার ২৭ ছাত্রসহ ৪২ জনকে আজ শনিবার মুক্তি দিয়েছে বন্দুকধারীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জামফারায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ৩১৭ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারীরা। জামফারার গভর্নর বেল্লো মাতওয়ালে বলেন, ‘আমি ভুক্তভোগীদের মুক্ত করতে সম্ভব প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা অভিভাবকের দিতে চাই।’