You have reached your daily news limit

Please log in to continue


আশা করি আগামীকালের নির্বাচন ফ্রি, ফেয়ার হবে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, আগামীকাল রোববার পৌর নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, একটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি ও উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রোববার ২৯টি পৌরসভায় সাধারণ ও ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এসব নির্বাচনে সহিংসতার বিষয়টি নজরে আনলে সচিব বলেন, ‘যেখানেই সমস্যা হচ্ছে সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। যেসব বিষয়গুলো আমরা জানতে পারছি, সেগুলো মাঠে আমাদের আইনশৃঙ্খলায় দায়িত্বে যারা আছেন, তাদেরকে ব্যবস্থা নিতে বলে দিচ্ছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন