সৌদির ৭৬ জনের ভিসার ওপর যুক্তরাষ্ট্রের ‘খাসোগি নিষেধাজ্ঞা’
সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সৌদি আরবের ৭৬ নাগরিক। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুমোদন দিয়েছে উল্লেখ করা হলেও নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রাখা হয়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ওপর এই নিষেধাজ্ঞাকে ‘খাসোগি নিষেধাজ্ঞা’ বলে অভিহিত করেছে।বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এর উদ্দেশ্য হলো সম্পর্ক পুনরুদ্ধার করা, সম্পর্কে ফাটল তৈরি করা নয়।