‘ডিজিটাল আইনে মামলা করে দেবো’

বিডি নিউজ ২৪ মোজাম্মেল হোসেন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৬

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে কিছু অভিযোগ জানিয়ে একটি পরিস্থিতি বর্ণনা করেন। পরিবেশিত খবর থেকে তার বক্তব্য জেনে বিস্ময়ে এমন হতবাক হই যে- আকাশ থেকে পড়েছি বলা যায়। প্রতিষ্ঠানের ওপর বাইরে থেকে কতখানি চাপ এলে প্রধান সম্পাদক নিজে সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ করেন, তা-ই ভাবছি। তিনি দেশের সকল সংবাদমাধ্যমকে কাজের স্বাধীন পরিবেশ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করতে চেয়েছেন।

ঘটনা হলো, এ অনলাইন নিউজ পোর্টালে প্রায় দেড় দশক ধরে বিভিন্ন সময়ে প্রকাশিত কিছু খবর আর্কাইভ থেকে মুছে ফেলতে একজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ীর পক্ষ থেকে অভাবিত চাপ সৃষ্টি। প্রথমে অনুরোধ জানানো হয়। পরে দেশের বিভিন্ন স্থান থেকে একই ভাষায় ডজন ডজন উকিল নোটিশ পাঠানো হয় পুরনো খবরগুলো মুছে না ফেললে মানহানির মামলা করা হবে বলে। খবরগুলো ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওই ব্যবসায়ী ও তার পরিবারের আরও তিন সদস্যের অর্থ-সম্পত্তি বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মামলা ও সেসবের বিচারিক কার্যক্রমের বিবরণ সংক্রান্ত, যেগুলোকে আমরা কোর্ট নিউজ বলি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও