ভিডিও স্টোরি: জেনে রাখুন রাজবাড়ি জেলার পেছনের ইতিহাস
রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের জেলা। ১৮১১ সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে অন্তর্ভুক্ত করা হয়। এ জেলার মোট আয়তন ১,০৯২.২৮ বর্গ কিলোমিটার । রাজবাড়ী নামটি বহু পূর্ব থেকেই প্রচলিত ছিল। এলাকার নাওয়ারা প্রধান, জমিদার, প্রতিপত্তিশালী ব্যক্তিদের রাজা বলে ডাকা হতো। অভিহিত হতেন। রাজা সূর্য কুমার ও তার পূর্ব পুরুষের লক্ষীকোলের বাড়ীটি লোকমুখে রাজার বাড়ি বলে সমধিক পরিচিত ছিল। সেখান থেকেই এ নাম।