ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে শাহবাগে বিক্ষোভ
রাজধানীর শাহবাগ থানাকে ‘পুলিশ লীগের আস্তানা’ আখ্যা দিয়ে আজ শনিবার দুপুরে এর সামনের রাস্তা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় থানার বন্ধ ফটকের সামনে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়।
লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে রাজধানীর পরীবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা। একই দাবিতে গতকাল শুক্রবার মশালমিছিল করতে গিয়ে গ্রেপ্তার হওয়া সাত নেতা-কর্মীর মুক্তিও দাবি করেন তাঁরা।