হাইতিতে কারাগারে ব্যাপক সহিংসতায় ২৫ জনের মৃত্যু, ৪ শতাধিক বন্দির পলায়ন
হাইতির রাজধানী পোর্ট-আউ-প্রিন্সের কাছাকাছি একটি কারাগারে ভয়াবহ সহিংসতার ঘটনায় কারা পরিচালকসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কারাগার থেকে পালিয়ে গেছে চার শতাধিকেরও বেশি বন্দি।
বৃহস্পতিবার দেশটির ক্রয়িক্স-দেস-বুকেটস কারাগারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
এদিকে, কারাগার থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই ক্ষমতাবান গ্যাং নেতা আর্নেল জোসেফ নিহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র গেরি ডেসরোজিয়ার্স জানিয়েছেন, মৃত্যুর পর পায়ে বেড়ি পরা অবস্থায় তাকে পাওয়া গেছে। একটি মোটর সাইকেলে করে তিনি চেকপয়েন্ট দিয়ে পালানোর চেষ্টা করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাগার
- মৃত্যু
- সহিংসতা
- বন্দী পলায়ন