জনগণের জন্য বরাদ্দ করা তহবিল নয়ছয় করে কোঠাবাড়ি নির্মাণে আজ আর অনেকেই লজ্জার কিছু খুঁজে পান না। অনেকের কাছে তা গৌরবের বিষয়। দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের বড় অংশ সেই ‘গৌরব’ অর্জনের রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় বরাবরই ‘আত্মনিবেদিত’ থাকেন। কিন্তু একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি জনসাধারণের চলাচল করা রাস্তা ও তাদের অজু-গোসলের ঘাটলা থেকে ইট খুলে পাকা ভবন তৈরির অভিযোগ ওঠে, তাহলে সেই ‘গৌরবপ্রত্যাশী’ প্রতিযোগীদের আত্মমর্যাদাবোধ সম্পর্কে বুঝতে কারও বাকি থাকে না।
এমন অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের (চান্দেরপাড়া) সদস্য ইয়াছিন মিয়ার বিরুদ্ধে। অভিযোগ, একটি রাস্তার ও একটি মসজিদের ঘাটলার ইট খুলে নিয়ে তিনি নিজের বসতবাড়ির ভবন ও সীমানাপ্রাচীর বানিয়েছেন। প্রশাসন প্রাথমিক তদন্তে ইট আত্মসাতের সত্যতা পেয়ে ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.