শাহরুখ আর সালমান—বলিউডের এই দুই বিগ খানকে একসঙ্গে বড় পর্দায় শেষ কবে দেখা গেছে? দর্শকের সেই স্মৃতিতে জমেছে ধুলা। সে–ও প্রায় ২৫ বছর আগের কথা। ১৯৯৫ সালে ‘করণ–অর্জুন’ সিনেমায় একসঙ্গে দেখা দিয়েছিলেন তাঁরা। তারপর দীর্ঘদিন দুজন দুজনের মুখ দেখেননি। শাহরুখ কোনো একটা অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইকে নিয়ে মজা করে কিছু একটা বলেছিলেন।
তখন ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম করছিলেন সালমান। সেই মজা ভালোভাবে নেননি তিনি। সেই থেকে শুরু! কেউ একজন বলিউডের পার্টি, অনুষ্ঠান বা পুরস্কার বিতরণীতে গেলে অপরজন সে পথ মাড়াননি। অবশ্য সম্পর্ক ঠিক হওয়ার পর ‘শাহরুখের কুছ কুছ হোতা হ্যায়’, ‘ওম শান্তি ওম’, ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে দেখা দিয়েছেন সালমান। গাঢ়, জমাট বাঁধা সেই মান–অভিমানের বরফ গলেছে। এখন তাঁরা ভালো বন্ধু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.