সাঁতারু তৈরিতে অগ্রণী নিকলী

ইত্তেফাক নিকলী প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫০

হাওর-বাঁওড়ের শিশুরা অ-আ-ক-খ শেখার পাশাপাশি প্রকৃতি থেকে পাঠ নেয় সাঁতারের। সঠিক দিকনির্দেশনা পেলে তারাও একদিন দেশ-বিদেশে সাঁতার প্রতিযোগিতায় স্পর্শ করবে সাফল্যের স্বর্ণ শিখর। এ আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে দেশের একজন সফল সাঁতারু কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একের পর এক তৈরি করে যাচ্ছেন কৃতী সাঁতারু। ঐ কিশোর-তরুণেরা সাঁতার শিখছে নিজেদের খ্যাতি দেশ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ও ছড়িয়ে দিতে। তার নিরলস প্রচেষ্টায় কারার মিজান ও কারার ছামেদুলের মতো সাঁতারুরা বহু স্বর্ণ জয় করেছেন। সঙ্গে স্বাবলম্বী হওয়ার পথও নিশ্চিত করেছেন। নিকলীর এই সাঁতারপ্রেমী মানুষটির নাম আবুল হাশিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও