![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F80af719e-d06c-47b2-950c-6f7a32c2c84a%252F753436_01_02.jpg%3Frect%3D0%252C0%252C2000%252C1050%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নাইজেরিয়ায় এবার ৩১৭ ছাত্রীকে অপহরণ
নাইজেরিয়ায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোরের দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ জামফারায় স্কুলে ঢুকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা ৩১৭ জন ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বলে পুলিশ জানায়। তবে এই অপহরণের দায় কেউ স্বীকার করেনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অপহরণ
- শিক্ষার্থী অপহরণ