![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fee29d119-dc46-4d72-bd46-139f567de943%252Fmurder.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নিখোঁজ শিশুর হাত–পা বাঁধা লাশ মিলল ডোবায়
খুলনার দিঘলিয়ার একটি ডোবা থেকে তামিম মোল্লা নামের সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।
তামিম উপজেলার বারাকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাখোহাটি গ্রামের মো. তরিকুল মোল্লার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিখোঁজ
- লাশ উদ্ধার
- হাত-পা বাঁধা