কোমল পানীয়র বোতলে প্রস্রাব, ক্ষমা চাইলো ফুড ডেলিভারি সংস্থা
ইত্তেফাক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪
অনলাইন ফুড ডেলিভারি সংস্থা থেকে করে কোমল পানীয় অর্ডার করে প্রস্রাব পেলেন ইংল্যান্ডের এক ব্যক্তি। সম্প্রতি তিনি হোম ডেলিভারি ফুড অর্ডার করেন, আর সেখানেই এই কাণ্ড। অলিভার ম্যাকমেনিস নামের এই ব্যক্তি যখন কোমল পানীয় খোলেন, দেখেন তাতে হলুদ তরল।
পরে তিনি বুঝতে পারেন সেটি প্রস্রাব। এরপরেই ওই সংস্থাকে ট্যাগ করে তিনি জানতে চান কেন তাকে কোমল পানীয়ের বোতলে প্রস্রাব পাঠানো হল?