সৌদিতে লিফট ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের দাম্মামে লিফট ছিঁড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাতে দাম্মামের জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্রবাসী মো. শাহীন খান (পনির) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নবম খন্ড গ্রামের আশরাফ খানের ছেলে।
সৌদি আরবে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহরের শাহীন ও তার সহকর্মীরা নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনের কাজ করছিল। এ সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিঁড়ে তার ওপর পড়ে যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে