নায়কের পিঠে উঠতে গিয়ে দুম করে মাটিতে পড়লেন নায়িকা, ভিডিয়ো ভাইরাল
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রিয়া প্রকাশ ভেরিয়ারকে মনে আছে? হ্যাঁ, সেই চোখ টিপে ভাইরাল হয়েছিলেন কয়েক বছর আগে৷ তখন তো প্রিয়া প্রকাশ মানেই ন্যাশনাল ক্রাশ ৷ যে যেখানে পারছেন প্রিয়াকে নিয়ে মজা করছেন ৷ অনেকে তো প্রিয়ার মতো করে ভিডিয়ো করেছিলেন ৷ একটা ছোট্ট ভিডিওতে গোটা দেশের মধ্যমণি হওয়া প্রিয়া প্রকাশ তো এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ৷
একে একে তাঁর ঝুলিতে বিগবাজেটের ছবি৷ সেই প্রিয়া প্রকাশের ভিডিও আবার ভাইরাল সোশাল মিডিয়াতে ৷ তবে এবার চোখের ইশারা নয়৷ বরং শুটিং করতে গিয়ে এমন এক কাণ্ড ঘটালেন নায়িকা যা নিয়ে তোলপাড় এখন সোশাল মিডিয়ায়৷