ভিডিও স্টোরি: আদি বুড়িগঙ্গা দখল! বিলীন ঢাকার ৫ নদী! বাঁচবে কীভাবে?

যমুনা টিভি প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪

সীমানা পিলারে স্থায়ী হচ্ছে ঢাকার চারপাশের চারটি নদী। পিলারের ভেতরের জায়গা নদীকে বুঝিয়ে দিতে চলবে উচ্ছেদ। দখল করা ভূমি খনন করে ফিরিয়ে আনা হবে নাব্য। যদিও অনেক জায়গায় দখলকারীদের ছাড় দেয়ার অভিযোগ করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। ((পিলারের ভেতরে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমেও নদী দখলের অভিযোগ তাদের। তাই))এদিকে দূষণ রোধে কারখানায় ইটিপি ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলছে বিআইডব্লিউটিএ।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে