মোদীর ব্রিগেডের আগেই অমিত, মঙ্গল-বুধ সভা কলকাতায়, মমতার ভবানীপুরে রোড-শো

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ মার্চ আসছেন কলকাতায়। বিজেপি-র ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন তিনি। তার আগে ফের দু’দিনের সফরে বাংলায় আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ওই দু’দিনের সফরে মূলত কলকাতাতেই তাঁর কর্মসূচি। উত্তর ও দক্ষিণ কলকাতায় দু’টি জনসভাও করতে পারেন তিনি।

আপাতত রাজ্য বিজেপি-র পাখির চোখ ব্রিগেড সমাবেশ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, ওই সমাবেশকে ঐতিহাসিক চেহারা দিতে হবে। জমায়েতের ক্ষেত্রে নতুন নজির তৈরি করার জন্য রাজ্য নেতারা ইতিমধ্যেই তৎপর। তার আগে কলকাতায় একাধিক সভা করে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রাজ্য নেতারা। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, অমিত আসবেন মঙ্গলবার। সে দিন কলকাতা জোনের ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি কর্মসূচি হবে উত্তর কলকাতায়। সেখানে একটি জনসভা করবেন অমিত। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে ওই যাত্রার সূচনা করেন তিনিই। যে পথে রথ ঘুরছে তাতে শুক্রবার রাতেই ‘পরিবর্তন যাত্রা’ কলকাতায় ঢুকে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও