চোখের যত্নে
বার্তা২৪
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৭
সৌন্দর্যের ভাষা চোখ। সেই চোখ যদি ক্লান্ত দেখায় তবে সৌন্দর্য হারিয়ে যায়। সূর্যরশ্মি চোখের জন্য স্ট্রেনের কারণ। শুষ্কতা, চোখ জ্বালা, চুলকানি, চোখের অ্যালার্জি এবং চোখে অন্ধকার দেখা গ্রীষ্মকালীন মৌসুমে বেশি অনুভূত হয়। তাই চোখের সুস্থতা বজায় রাখতে কিছু টিপস অনুসরণ করুন।
দিনের বেলা ঠান্ডা পানি দিয়ে চোখ স্প্ল্যাশ করুন। এটি চোখ সতেজ করতে সহায়তা করবে। আরও ভালো হয় দশ মিনিটের জন্য চোখের উপর বরফ দিয়ে রাখা। যা রক্তনালীকে সংকুচিত করবে এবং চোখকে শিথিল করবে।
- ট্যাগ:
- লাইফ
- অ্যালোভেরা
- চোখের যত্ন
- চোখের রোগ