![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F83e082c5-0f0a-4cef-b460-d28e5b2e318b%252Fe6f2e46e-a132-4c21-9d9f-cfb061e2f20d.jpeg%3Frect%3D0%252C176%252C1156%252C607%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
লেখক মুশতাক পুলিশি রাষ্ট্রের বলি: ছাত্রফ্রন্ট
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদকে ‘তিলে তিলে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ)। লেখক মুশতাককে ‘পুলিশি রাষ্ট্রের বলি’ আখ্যা দিয়ে তাঁর মৃত্যুর ঘটনার বিচার দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) নেতারা।
লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ জানায়, মুশতাক গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।