লেখক মুশতাকের লাশ এখনো মর্গে, হয়নি ময়নাতদন্ত
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের (৫৩) লাশের ময়নাতদন্ত হয়নি আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত। তাঁর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
মুশতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকায়। লালমাটিয়ায় স্ত্রী ও বৃদ্ধ মা–বাবার সঙ্গে থাকতেন। তিনি মা–বাবার একমাত্র ছেলে। তিনি দেশে প্রথম বাণিজ্যিকভাবে কুমির চাষের উদ্যোক্তা।