নিরাপত্তা ত্রুটির দায়ে বোয়িংকে জরিমানা

সময় টিভি আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৬

যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে তার বিমানের গুণগতমান ও সুরক্ষা তদারকির ব্যর্থতা নিয়ে চলা কয়েক বছরের অভিযোগ নিষ্পত্তিতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাকে ৬৬ লাখ ডলার জরিমানা গুনতে হবে।

বোয়িং এর ৭৮৭ ড্রিমলাইনার জেট বিমান ত্রুটিমুক্ত করার মাধ্যমে যা কমানোর সুযোগ ছিল। প্রতিষ্ঠানটি এখন তার পার্কিংয়ে থাকা কমপক্ষে ৮৮টি এই মডেলের বিমানের ত্রুটি সারাতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে বলে শিল্পসংশ্লিষ্ট এক সূত্রে জানা গেছে। সূত্রটি বলছে, একেকটি বিমানের ত্রুটি অনুসন্ধান এবং তা সারাতে এক মাসের মতো সময় লাগবে। সব মিলিয়ে বোয়িংয়ের লোকসান কত মিলিয়ন কিংবা বিলিয়ন ডলার ছাড়াবে? তা নির্ভর করছে কতগুলো বিমানে ত্রুটি পাওয়ার পর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও