আইসল্যান্ডে একের পর এক ভূমিকম্প, অগ্নুৎপাতের আশঙ্কা
ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে আঘাত হেনেছে একাধিক শক্তিশালী মাপের ভূমিকম্প। এর ফলে দেশটিতে অগ্নুৎপাতের আশঙ্কা প্রবল হয়েছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, আইসল্যান্ডে এভাবে একের পর এক ভূকম্পন খুবই অস্বাভাবিক।
ভূমিকম্পগুলোর কেন্দ্র ছিল আইসল্যান্ডের রাজধানী শহর রেইকইয়াভিকের ১৯ মাইল দূরে অবস্থিত মাউন্ট কেইলিতে। প্রথম ভূমিকম্পের পরিমাপ ছিল পাঁচ দশমিক সাত। প্রথম ভূমিকম্পের পর একের পর এক আফটারশক অনুভূত হতে থাকে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের পরিমাপ ছিল চার বা তার কাছাকাছি।