![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F56e440ce-c482-4c19-84be-7ba2957d9c25%252Fagranibank_logo.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ফ্লোরায় ফেঁসেছে অগ্রণী ব্যাংক
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০
প্রযুক্তি আধুনিকায়নের মাধ্যমে পুরো ব্যাংকিং সেবার চিত্র পাল্টে দিতে চেয়েছিল অগ্রণী ব্যাংক। ফ্লোরা টেলিকম চার দফায় ৪৯৯ কোটি টাকায় এ কাজ পায়। চুক্তি অনুযায়ী, সুইজারল্যান্ডের টেমোনাস কোম্পানির কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) স্থাপন করবে ফ্লোরা টেলিকম। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৪৭ শতাংশ। যদিও ফ্লোরা টেলিকমকে ৪১০ কোটি টাকা পরিশোধ করে দিয়েছে অগ্রণী ব্যাংক।
এর বাইরে অগ্রণী ব্যাংকের আরও কাজ পেয়েছে, এ রকম একটি চিঠি জাল করে টেমোনাসের কাছে পাঠায় ফ্লোরা টেলিকম। চিঠি জাল করার তথ্য জানতে পেরে টেমোনাস ফ্লোরার সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করে। এর মধ্যেই আগামী ৩১ মার্চ থেকে সিবিএসের টি-২৪ ভার্সনের রক্ষণাবেক্ষণ সেবা বন্ধের ঘোষণা দেয় টেমোনাস।