![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fc1d220fe-be8d-4fc6-9307-fde1e929e60e%252Fc7bf3e7e75f4826cdb7d6325fc4d0c90_5e43d15edd282.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কপাল খুলেছে নুসরাতের
দিল্লির সেই মেয়েটির লোমহর্ষ কাহিনি আজও সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। উজমা আহমেদ নামের এক তরুণী ভালোবাসার টানে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে। মালয়েশিয়া সফরে পাকিস্তানি ট্যাক্সিচালক তাহির আলির প্রেমে পড়েছিলেন উজমা। তবে এই তরুণীটির প্রেমকাহিনি মোটেও রূপকথার মতো নয়। বরং তা শেষ হয়েছে বিষাদময় এক ট্র্যাজেডিতে।
উজমার এই কাহিনি বড় পর্দায় নিয়ে আসার দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল। অবশেষে ছবিটি নিয়ে এগোতে চলেছেন নির্মাতারা। উজমার চরিত্রে তাঁরা আগে শ্রদ্ধা কাপুরকে চূড়ান্ত করেছিলেন। তবে নতুন খবর হলো, শ্রদ্ধার জায়গায় আসতে চলেছেন আরেক বলিউড নায়িকা নুসরাত বরুচা।