কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ধরপাকড়ের অভিযোগ

প্রথম আলো খুলনা সদর থানা প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আর দুই দিন বাকি। এখনো পুলিশের পক্ষ থেকে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। উল্টো নেতা–কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ নগর বিএনপির। এর মধ্যেই ২৪ জনকে আটক করা হয়েছে। এমনকি ২৭ ফেব্রুয়ারি সমাবেশ ও তার আগের দিন পরিবহন বন্ধ রাখার চেষ্টাও চলছে।

বৃহস্পতিবার দুপুরে নগরের কে ডি ঘোষ রোড এলাকার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন খুলনা নগর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যখন পুলিশের অনুমতির অপেক্ষায় এবং প্রশাসনের সহযোগিতার অপেক্ষায়, তখন পুলিশ নগরের সাতটি থানায় নেতা–কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান এবং গ্রেপ্তার শুরু করেছে।’ তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে ১৭ ও ২৩ ফেব্রুয়ারি দুই দফায় আবেদন করা হয়েছে। আবেদনে তাঁরা সমাবেশের সম্ভাব্য চারটি স্থানের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে শহীদ হাদিস পার্ক, মহারাজ চত্বর, শিববাড়ী মোড় বাবরী চত্বর ও সোনালী ব্যাংকের সামনের জায়গাটি। এসব জায়গায় রাজনৈতিক দলগুলো বড় সমাবেশ করে। সমাবেশের অনুমতি পেতে বিএনপির একটি প্রতিনিধিদল সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করেছে। মেয়র সমাবেশের জন্য আশ্বস্ত করেছিলেন এবং তিনি পুলিশ কমিশনারকে বলেছিলেনও। অথচ এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও