প্রাইভেটকার চাপায় কুয়েতে বাংলাদেশি যুবক নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের ঘোনাপাড়া গ্রামের ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার ছেলে তামিম মিয়া (২১) কুয়েতে প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কুয়েতের আল আযহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তামিমের স্বজনরা জানান, চার বছর আগে হোটেলে খাবার সামগ্রী সরবরাহের কাজ নিয়ে কুয়েতে যান তামিম মিয়া। কাজ করতেন কুয়েতের আল আযহার আতাইমা এলাকায়।