![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/02/25/og/084936_bangladesh_pratidin_Govt-rice-collection.jpg)
শ্রীমঙ্গলে সরকারি গুদামে জমা পড়েনি একমুঠো ধান!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমন সংগ্রহ অভিযানে একমুঠো ধানও জমা পড়েনি সরকারি গুদামে। এ উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ছিল ৪৪২ মেট্রিক টন। আর সরকারি দাম ছিল ১ হাজার ৪০ টাকা মণ। প্রথম তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকে এই ধান সংগ্রহের সময় শেষ হয় গত ২৫ জানুয়ারি। আর এই সময়ের মধ্য লক্ষ্যমাত্রা অর্জিত না হলে গত ২৬ জানুয়ারি থেকে ২য় তালিকার কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের নিদের্শনা দেয়া ছিল খাদ্য মন্ত্রণালয়ের। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এখনো ফাঁকা রয়েছে সরকারি গুদাম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধান
- সরকারি
- গুদাম
- ধান সংগ্রহ