![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkorona-new-frame-20210225081803.jpg)
বঙ্গবন্ধুকে নিয়ে ৬৪ জেলায় মঞ্চস্থ হচ্ছে ৬৪ নাটক
‘নবনাট্যে নব নন্দনে বঙ্গবন্ধু’ শিরোনামে ৬৪টি জেলায় শুরু হয়েছে মঞ্চনাটক। মুজিববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। আগামী ১৭ মার্চের মধ্যে নাটকগুলোর মঞ্চায়ন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জানা যায়, মুজিব জন্মশতবর্ষকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ৬৪ জেলায় ৬৪টি মঞ্চনাটকের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।