হাঁটুর বাতরোগে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৮
হাঁটুর ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা বিশ্বব্যাপী স্বীকৃত একটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন স্বতন্ত্র চিকিৎসাপদ্ধতি হিসেবে। হাঁটুর ব্যথার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাঁটুর বাত বা অস্টিওআর্থ্রাইটিস। গবেষণা মতে, হাঁটুর ব্যথায় বিভিন্ন চিকিৎসাপদ্ধতি যেমন—ওষুধ, সার্জারি ইত্যাদি প্রয়োগ করা হয়ে থাকলেও এসব রোগীর ২৫-৩০ শতাংশ ও বয়স্ক জনগোষ্ঠীর ৮০ শতাংশ মানুষ হাঁটুর ব্যথা নিয়েই থাকেন। ৯০ শতাংশ রোগী ব্যথানাশক ওষুধ খান, যার পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়।