![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fa7f75783-ab1f-4752-bf4d-25ad59a5d587%252Fsky.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এলিয়েনের খোঁজে মহাবিশ্বে গান পাঠানো হবে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০২
মহাবিশ্বের রহস্য উন্মোচন ও ভিনগ্রহের জীবনের খোঁজে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। উত্তর ক্যালিফোর্নিয়ায় ক্যাসকেড পর্বতমালায় ৪২টি রেডিও টেলিস্কোপ নক্ষত্রের দিকে এ লক্ষ্যেই তাক করা রয়েছে। ক্যালিফোর্নিয়ার সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স (এসইটিআই) ইনস্টিটিউট কয়েক দশক ধরে ভিনগ্রহের রেডিও সংকেত এবং বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণ চিহ্নিত করার জন্য মহাজগৎ স্ক্যান করে চলেছে।