![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F602ef061-2e6e-465f-bd52-fc037c3dce80%252F2021_01_09T202805Z_1085209203_RC2K4L9AS3AZ_RTRMADP_3_USA_ELECTION_POLICE_INVESTIGATION.JPG%3Frect%3D0%252C334%252C1633%252C857%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ক্যাপিটলে হামলাকারীরা ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে এসেছিলেন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে তাণ্ডব চালানোর ঘটনায় হামলাকারীরা ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে এসেছিলেন। দাঙ্গা করার জন্য উগ্রবাদীরা অস্ত্র, বেতার যোগযোগ ব্যবস্থাসহ নানা সরঞ্জাম নিয়ে ক্যাপিটলের আশপাশে জড়ো হন। তাঁদের এই প্রস্তুতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল।
ক্যাপিটলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চারজন কর্মকর্তার মধ্যে তিনজন গতকাল মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন। কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি ও গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটিতে ওই শুনানি অনুষ্ঠিত হয়।