হুমকি ফোন পেয়েছি, রায়দিঘিতে লড়তে চাই না: দেবশ্রী
দেবশ্রী রায়কে ঘিরে ভোটমুখী বাংলায় আবারও চর্চা। 'অভিমান' নিয়ে রায়দিঘি থেকে সরে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। আর রায়দিঘিতে ভোটে লড়তে চান না, একুশের ভোটযুদ্ধের আগে এমনটাই তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন দু'বারের বিধায়ক দেবশ্রী। এই প্রসঙ্গে এই সময় ডিজিটালকে দেবশ্রী বলেন, 'ব্যক্তিগতভাবে আর রায়দিঘিতে দাঁড়াতে চাইছি না। অনেক বিরক্ত হয়েছি। টোটো কেলেঙ্কারি নিয়ে অনেক অপবাদ দেওয়া হয়েছে।
তাই আর ওখানে দাঁড়াতে চাইছি না।' উল্লেখ্য, গত বছর দেবশ্রীর বিরুদ্ধে টোটো দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। এমনকী, রায়দিঘির জন্য বিধায়ক হিসেবে দেবশ্রী কোনও কাজ করেননি বলে বারংবার আক্রমণ করেছেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।