ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে ফেনী সদর উপজেলার তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফুয়াদ ফেনী সদরের দক্ষিণ কাশিমপুর গ্রামের আইয়ুব নবী লিটনের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ফুয়াদ তার বাবার সঙ্গে পাঁচগাছিয়া ইউপির তেমুহনী বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করত। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে সাইকেলে দক্ষিণ কাশিমপুরে বাড়িতে ফিরছিল। পথে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে সাইকেলসহ ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.