কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মকসুদ ভাইয়ের অভাব বিশেষভাবে অনুভূত হবে

প্রথম আলো রাশেদ খান মেনন প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪

সকালে আমার সহকর্মী মানোয়ার জানাল, মকসুদ ভাই, সৈয়দ আবুল মকসুদ আমার প্রকাশিতব্য বইয়ের ভূমিকাটা এখনো লিখে উঠতে পারেননি। আমি যেন তাঁকে একটু তাগাদা দিই, কথা বলি। সেই চিন্তা থেকে রাত আটটা-সাড়ে আটটার দিকে তাঁকে ফোন দেব, ফোন বের করেছি এমন সময় মানোয়ারের আবার ফোন, আমি মকসুদ ভাইয়ের কোনো খবর জানি কি না। সে ডেইলি স্টার-এর লিংকে একটা খবর দেখেছে মকসুদ ভাই নেই বলে। তাড়াতাড়ি মোবাইলে ফেসবুক দেখা শুরু করলাম। কারণ, জানতাম সে ধরনের কোনো দুর্ঘটনা হলে ফেসবুক থেকে তাঁর খবর পাওয়া যাবে এবং পাওয়া গেল।

অনেকেই লিখেছেন, কিন্তু আমার লেখার হাত উঠছিল না। কারণ, আমার বইয়ের ভূমিকা কেবল নয়, আরও বেশ কিছু বিষয় নিয়ে তাঁর সঙ্গে পরিকল্পনা হয়েছিল। অবশ্য করোনার কারণে মুখোমুখি দেখা হয়নি, এমনকি জুমের মাধ্যমেও নয়। অথচ এর আগে বিভিন্ন সভা-সমিতিতে দেখা হতো। আমাদের পার্টি অফিসেও মাঝেমধ্যে আসতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও