মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণ, বাদ যাবে না প্রবাসীরাও
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করার মাধ্যমে বুধবার সেখানে দেশব্যাপী শুরু হয়েছে টিকা কার্যক্রম। বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে একটি ক্লিনিকে এই টিকা গ্রহণ করেন তিনি। এরই সাথে মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত সকল প্রবাসীরা এই টিকা বিনামূল্যে পাবেন। খবর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।
জানা গেছে, মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পি ফাইজার বায়োএনটেক কোম্পানির তৈরি ভ্যাকসিন ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি এই কোম্পানির প্রথম ধাপে তিন লাখ ১২ হাজার ৩৯০ পিস ভ্যাকসিন দেশটিতে এসে পৌঁছেছে। দেশটির মোট জনসংখ্যা দুই কোটি ৭১ লাখের কিছু বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.