জমজ নবজাতকের মৃত্যু : অ্যামিকাস কিউরির শুনানি শেষ, রায় যেকোনো দিন
তিন হাসপাতাল ঘুরে জমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জারি করা রুলে চিকিৎসা এবং আইন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষ করেছেন হাইকোর্ট। এরপরে মামলাটি রায় ঘোষণা করার জন্য যেকোনো দিন (সিএভি) অপেক্ষমাণ রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শুনানি
- নবজাতকের মৃত্যু
- যমজ শিশু